হাতের লেখা সুন্দর করার পাঁচটি গুরুত্বপূর্ণ সহজ উপায়
প্রত্যেক শিক্ষার্থী চাই তার নিজের হাতের লিখা সুন্দর হোক। কিন্তুু অনেকেরই সুন্দর হয় আবার অনেকেরই হয় না। তবে প্রত্যেকেই তার নিজ নিজ অবস্থান থেকে চেষ্টা করলেই ইনশাআল্লাহ হাতের লিখা সুন্দর হয়ে যাবে।
=>শিক্ষা জীবনের মেন হলো কঠোর ধর্য্য ও অর্ধ্যবসায়।
=>যে শিক্ষার্থী যত বেশি ধর্য্যের পরিক্ষা দিতে পারবে সেই শিক্ষার্থীই জীবনে বেশি সফলতা লাভ করবে।
=>সকল শিক্ষার্থীকে সর্বদা নম্র ও ভ্রদ্র হতে হবে। তাহলেই সে হয়ে উঠবে একজন প্রকৃত শিক্ষার্থী।
=>ভালো চরিত্রের হতে হলে কোনো টাকা-পয়সা লাগে না, শুধু লাগে নিজের কুঅভ্যাষ পরিবর্তন করা।
=>শিক্ষার্থী জীবন শুধু আরাম আয়েশের জীবন এটা কখনোই ভাবা যাবে না,যে ভাববে সে পিছনে পড়ে যাবে এবং সহজে সফলতা পাবে না।
এবার আসা যাক হাতের লেখা সুন্দর করার সহজ উপায়ে
১.হাতের লেখা সুন্দর করা কোনো কঠিন কাজ নয়, নিয়মিত চেষ্টা ও প্রার্কটিস করলেই ইনশাআল্লাহ হাতের লিখা আস্তে আস্তে সুন্দর হয়ে উঠবে।
২.অক্ষর একটু বড় বড় করে লিখতে হবে।
৩.লিখার সময় খিয়াল রাখতে হবে যেন লিখার লাইন বাঁকা হয়ে না যায়।
৪.মাথা ঠান্ডা রেখে প্রার্কটিস করতে হবে। কোখনো অর্ধ্যয হবে না।বার বার চেষ্টা চালিয়ে যাবে।
৫.অভিভাবকদের ছোট সময় থেকে সর্বদা খেয়াল রাখতে হবে তাদের সন্তানদের উপর। কারণ, ছোট সময়ে তাদের কচি ও নরম মনে যে তথ্য ঢুকিয়ে দেয়া হবে তাই ই তাদের মনে গেঁথে যাবে।
তাই সর্বদা নিজের উপর আত্ননির্ভর রাখতে হবে
নিজের উপর আত্মনির্ভরশীলতা রাখলে তার হাতের লেখা কখন অটোমেটিক সুন্দর হয়ে যাবে যে সে বুঝতে ও পারবে না
ইনশাআল্লাহ এইবিষয় গুলো মানলে আশা করি হাতের লিখা সুন্দর করা সম্ভব হবে। খোদাহাফেজ
0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home