ডিগ্রি ভর্তি কবে ২০২১ ও ডিগ্রি ভর্তি ফরম ২০২১
ডিগ্রি ভর্তি কবে ২০২১ ও ডিগ্রি ভর্তি ফরম ২০২১জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স ২য় রিলিজ স্লিপ ভর্তির পরেই জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি ভর্তি আবেদন কার্যক্রম শুরু হবে । ডিগ্রি আবেদনকারীদের অনলাইনে তাদের আবেদন কার্যক্রম সম্পন্ন করতে হবে। নিচে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি ভর্তি আবেদন সম্পর্কে বিস্তারিত জেনে নেই ।
ডিগ্রি ভর্তি কবে ২০২০-২১ ?
জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স ভর্তি শেষ হলেই ডিগ্রী ভর্তি শুরু হয়। ডিগ্রী ভর্তি সাধারণত নভেম্বর মাসে শুরু হয়।এ বছর করোনা ভাইরাসে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় ডিগ্রী ভর্তি বিলম্ব হচ্ছে।
প্রাথমিক আবেদন শুরু ১৪ নভেম্বর সম্ভবত। আবেদন শেষঃ ২৮ নভেম্বর সম্ভবত।
২০২০-২০২১ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (পাস) শ্রেণির ভর্তি বিজ্ঞপ্তি ভর্তি বিষয়ক ওয়েবসাইট (www.nu.ac.bd/admissions) জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজসমূহে ২০২০-২০২১ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (পাস) শ্রেণির ভর্তি কার্যক্রমে অনলাইন প্রাথমিক আবেদন ___ নভেম্বর ২০২১ তারিখ বিকাল ৪টা থেকে শুরু হয়ে ___ নভেম্বর ২০২১ তারিখ রাত ১২টা পর্যন্ত চলবে। আগ্রহী আবেদনকারীকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইট (www.nu.ac.bd/admissions) থেকে উক্ত আবেদন ফরম পূরণ করতে হবে এবং এর প্রিন্ট কপি নিয়ে প্রাথমিক আবেদন ফি বাবদ ২৫০/- (দুইশত পঞ্চাশ) টাকাসহ আবেদন ফরমে উল্লিখিত কলেজে ___ নভেম্বর ২০২১ তারিখের মধ্যে অবশ্যই জমা দিতে হবে। ২০২০-২০২১ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (পাস) শ্রেণিতে ভর্তিকৃত শিক্ষার্থীদের ক্লাস ___ডিসেম্বর ২০২১ তারিখ থেকে শুরু হবে। ভর্তি কার্যক্রমে আবেদনকারী প্রার্থীদের SSC ও HSC পরীক্ষার ফলাফলের ভিত্তিতে প্রতিটি কলেজের জন্য আলাদাভাবে মেধা তালিকা প্রণয়ন করা হবে। ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য ও সময়সূচি জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইটের (www.nu.ac.bd/admissions)Prospectus/Important Notice অপশন থেকে জানা যাবে।
তিন বছর মেয়াদী স্নাতক (পাস) কোর্সসমূহ
ব্যাচেলর অব আর্টস [বি এ (পাস)]
ব্যাচেলর অব সায়েন্স [বি এস সি (পাস)]
ব্যাচেলর অব মিউজিক [বি মিউজ (পাস)]
ব্যাচেলর অব সােস্যাল সায়েন্স [বি এস এস (পাস)]
ব্যাচেলর অব বিজনেস স্টাডিজ বি বি এস (পাস)]
ব্যাচেলর অব স্পাের্টস [বি স্পাের্টস (পাস)]
ডিগ্রী ভর্তি আবেদনের যোগ্যতাঃ
ক) বাংলাদেশে স্বীকৃত যে কোন শিক্ষা বাের্ড উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সকল শাখা থেকে ২০১৬/২০১৭/২০১৮ সালের SSC ও সমমান পরীক্ষায় ন্যূনতম জিপিএ ২.০ এবং ২০১৮/২০১৯/২০২০ সালের HSC ও সমমান পরীক্ষায় ৪র্থ বিষয়সহ ন্যূনতম জিপিএ ২.৫ প্রাপ্ত শিক্ষার্থীরা আবেদন করতে পারবে।
বাংলাদেশ কারিগরি শিক্ষা বাের্ডের HSC সমমানের কোর্সসমূহ থেকে শুধুমাত্র
এইচ.এস.সি (ভােকেশনাল)
এইচ,এস,সি, (বিজনেস্ ম্যানেজমেন্ট)
ডিপ্লোমা-ইন-কমার্স পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা উল্লিখিত শর্তপূরণ সাপেক্ষে এ ভর্তি কার্যক্রমে আবেদন করতে পারবে ।
খ) ২০১৬/২০১৭/২০১৮ সালের ০-Level পরীক্ষায় তিনটি বিষয়ে 'বি' গ্রেডসহ অন্তত ০৪ (চার) টি বিষয়ে উত্তীর্ণ এবং ২০১৮/২০১৯/২০২০ সালের A-Level পরীক্ষায় একটি বিষয়ে 'বি' গ্রেডসহ অন্তত ০২ (দুই)টি বিষয়ে উত্তীর্ণ শিক্ষার্থীরা এ ভর্তি কার্যক্রমে অন্যান্য শর্তপূরণ সাপেক্ষে আবেদন করতে পারবে। এ সকল আবেদনকারীকে ডিন, স্নাতকপূর্ব শিক্ষা বিষয়ক স্কুল, জাতীয় বিশ্ববিদ্যালয় বরাবর নির্ধারিত সময়ের মধ্যে সরাসরি আবেদন করতে হবে।
গ) বিদেশী সার্টিফিকেটধারী শিক্ষার্থীদের ক্ষেত্রে বাংলাদেশ-এ স্বীকৃত যে কোন শিক্ষা বাের্ড কর্তৃক তাদের অর্জিত মাধ্যমিক ঐ উচ্চ মাধ্যমিক পর্যায়ের নম্বর পত্রের সমতা নিরূপণ করা হলে তারাও এ ভর্তি কার্যক্রমে অন্যান্য শর্তপূরণ সাপেক্ষে আবেদন করতে পারবে। এ সকল আবেদনকারীকে ডিন, স্নাতকপূর্ব শিক্ষা বিষয়ক স্কুল, জাতীয় বিশ্ববিদ্যালয় বরাবর নির্ধারিত সময়ের মধ্যে সরাসরি আবেদন করতে হবে।
ঘ) জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০১৮-২০১৯ বা ২০১৯-২০২০ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান), স্নাতক (সম্মান) প্রফেশনাল ও স্নাতক (পাস) নিয়মিত/প্রাইভেট কোর্সে ভর্তিকৃত শিক্ষার্থীর রেজিস্ট্রেশন কার্ড ইস্যু হয়ে থাকলে সেই শিক্ষার্থী ২০২০-২০২১ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (পাস) কোর্সে ভর্তি হতে পারবে না। তবে পূর্ববর্তী শিক্ষাবর্ষের ভর্তি বাতিলপূর্বক ২০২০-২০২১ শিক্ষাবর্ষে ১ম বর্ষ ভাতক (পাস) কোর্সে ভর্তি হতে পারবে।
ঙ) প্রাথমিক আবেদন ফরমে আবেদনকারীর কোন তথ্য/ছবি অসত্য, ভুল বা অসম্পূর্ণ বলে প্রমাণিত হলে তার ভর্তি বাতিল বলে গণ্য হবে।
চ) শ্ৰাতক (সম্মান), স্নাতক (সম্মান) প্রফেশনাল ও স্নাতক (পাস) নিয়মিত প্রাইভেট কোর্সে কোন শিক্ষার্থী একই শিক্ষাবর্ষে অথবা দুটি ভিন্ন শিক্ষাবর্ষে দ্বৈত ভর্তি হলে তার উভয় ভর্তি বাতিল বলে গণ্য হবে।
ডিগ্রি ভর্তি আবেদন করতে কি কি লাগবে?
৩। ভর্তি পদ্ধতি, নম্বর বন্টন ও ফলাফল
ক) প্রতিটি কলেজের জন্য আলাদাভাবে কোর্সভিত্নিক মেধা তালিকা তৈরী করে আবেদনকারীদের পছন্দক্রম অনুযায়ী ১ম বর্ষ স্নাতক (পাস) শ্রেণির কোর্স বরাদ্দ দেয়া হবে।
খ) একই প্রতিষ্ঠান কলেজে একই বিষয়ে দুই বা ততােধিক আবেদনকারীর মেধাক্রম এক হলে সেক্ষেত্রে পর্যায়ক্রমে এ সকল আবেদনকারীর
i) ৪র্থ বিষয়সহ SSC ও HSC পরীক্ষায় প্রাপ্ত জিপিএ এর যথাক্রমে ৪০% ও ৬০%
ii) প্রয়ােজন হলে SSC ও HSC পরীক্ষার মােট প্রাপ্ত নম্বরের যথাক্রমে ৪% ও ৬৫%
iii] এর পরে যদি দুই বা ততােধিক আবেদনকারীর মেধাক্রম এক হয়, তা হলাে যার বয়স কম হবে তাকে অগ্রাধিকার দিয়ে মেধাক্রম প্রণয়ন করা হবে। BIOAPTEE DEGREE PASS 2010 2000 ||||
গ) ভর্তির ফলাফল পর্যায়ক্রমে প্রথম মেধা তালিকা, শূন্য আসন সাপেক্ষে দ্বিতীয় মেধা তালিকা, কোটা এবং রিলিজ স্লিপের (প্রয়ােজনে একাধিক বার তবে দুয়ের অধিক নয়) মাধ্যমে প্রকাশ করা হবে।
ঘ) সংশ্লিষ্ট কলেজ User ID, Password ও OTP ব্যবহার করে ভর্তির কোর্সওয়ারী ফলাফল দেখতে পারবে। শিক্ষার্থীরা ভর্তি বিষয়ক ওয়েবসাইট (www.nu.ac.bd/admissions) এবং SMS (nu<space>atdg<space>roll no টাইপ করে 16222 নম্বরে send করতে হবে। এর মাধ্যমে অথবা সংশ্লিষ্ট কলেজ থেকে ফলাফল জানতে পারবে।
প্রাথমিক আবেদন ফরম পূরণ সম্পর্কিত করণীয়
ক) আবেদনকারীকে ভর্তি বিষয়ক ওয়েবসাইটে (www.nu.ac.bd/admissions) Degree Pass Tab এ গিয়ে Apply Now (Degree Pass) অপশনে ক্লিক করতে হবে এবং ওয়েবসাইটে প্রদর্শিত তথ্য ছকে আবেদনকারীর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক/সমমান পরীক্ষার ল্লোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর, শিক্ষা বাের্ড ও পাসের সন সঠিকভাবে এন্ট্রি দিতে হবে।
খ) ডাটাবেজে সংরক্ষিত তথ্য অনুযায়ী আবেদনকারীর তথ্য ছকে Male এর ভুলে Female অথবা Female এর স্থলে Male প্রদর্শিত হলে Click to Change অপশনে গিয়ে সঠিক তথ্যটি এন্ট্রি দিতে হবে ।
গ) এ পর্যায়ে আবেদনকারী তার ভর্তি যােগ্য (Eligible) কোর্সের তালিকা দেখতে পাবে। আবেদনকারী তার পছন্দ অনুযায়ী বিভাগ ও জেলাভিত্তিক যে কোন কলেজের নাম Select করলাে সংশ্লিষ্ট কলেজে ১ম বর্ষ স্নাতক (পাস) শ্রেণির ভর্তি যােগ্য কোর্সসমূৱে নাম ও আসন সংখ্যা দেখতে পাবে। এই তালিকা থেকে আবেদনকারীকে সর্তকতার সংগে তার প্রার্থিত কোর্সের পছন্দক্রম নির্ধারণ করতে হবে।
ঘ) মুক্তিযােদ্ধার সন্তান আদিবাসি। প্রতিবন্ধী পােষ্য (Ward) কোটায় ভর্তি হতে ইচ্ছুক শিক্ষার্থীকে তথ্য ছকেৱ নির্দিষ্ট স্থানে তার জন্য প্রযােজ্য কোটা Select করতে হবে। কোটায় আবেদনের ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষের ইস্যুকৃত মূল সনদপত্র থাকতে হবে। একজন প্রার্থী এক বা একাধিক কোটায় যােগ্য হলে কোটাল পছন্দক্রম নির্ধারণ করে দিতে হবে। কোটার জন্য সংরক্ষিত আসন কোর্সভিত্তিক বরাদ্দকৃত আসনের অতিৰিক্ত হিসাবে বিবেচিত হবে।
ঙ) ফরম পূরণের সময় আবেদনকারীর পাসপাের্ট আকারে সম্প্রতি তােলা রঙ্গিন ছবি Scan করে আপলােড করতে হবে। ছবির মাপ হবে 120 x 150 pixels, Image Type: jpg এবং maximum file size:50Kb. আবেদনকারীর ছবি ব্যতীত অন্য কোন ছবি প্রাথমিক আবেদন ফরমে আপলােড করে ভর্তি হলে তার ভর্তি বাতিল বলে গণ্য হবে।
চ) সঠিক তথ্য ও ছবিসহ ছক পূরণ করে Submit Application অপশনে ক্লিক করতে হবে। এ পর্যায়ে আবেদনকারীর রােল নম্বর ও পিন কোড প্রদর্শিত হবে এবং আবেদনকারীকে ফরমটি ডাউনলােড করে [A4 (8.5"x 11”) অফসেট সাদা কাগজে প্রিন্ট (Print) নিতে হবে।
ছ) আবেদন ফরম সংশ্লিষ্ট কলেজে জমাদানের পূর্বে কোন আবেদনকারী তার প্রাথমিক আৱেদন ফরমটি বাতিল/ক্রটিপূর্ণ ছবি পরিবর্তন করতে ইচ্ছুক হলে তাকে Applicant Login অপশনে Degree Pass Login লিংকে গিয়ে সঠিক রােল নম্বর ও পিন এন্ট্রি দিতে হবে। এ পর্যায়ে আবেদনকারীকে Form Cancel/Photo Change option এ গিয়ে Click to Generate the Security key অপশনটি ক্লিক করতে হবে। এ সময় আবেদনকারী তার আবেদন ফরমে উল্লিখিত ব্যক্তিগত মােবাইল নম্বরে SMS এর মাধ্যমে One Time Password (OTP) পাবে । এই OTP এন্ট্রি দিয়ে আবেদনকারী তার আবেদন ফরমটি বাতিলপূর্বক নতুন করে আবেদন ফরম পূরণ ও ছবি আপলােড করতে পারবে। কলেজ কর্তৃক প্রাথমিক আবেদন ফরম নিশ্চয়ন করার পর তা আর পরিবর্তন করা যাবে না।
জ) আবেদনকারীকে প্রিন্ট করা প্রাথমিক আবেদন ফরমটির নির্ধারিত স্থানে তারিখসহ স্বাক্ষর করতে হবে। এই আবেদন ফরমের সংগে আবেদনকারীর মাধ্যমিক ও উচ্চ ও উচ্চ মাধ্যমিক/সমমান পরীক্ষার সত্যাখিত নৱপত্র, রেজিস্ট্রেশন কার্ডের সত্যায়িত কপি ও প্রাথমিক আবেদন ফি বাবদ ২৫০/- (দুইশত পঞ্চাশ) টাকা সংশ্লিষ্ট কলেজে নির্ধারিত সময়ের মধ্যে জমা দিতে হবে। প্রাথমিক আবেদন ফৱমটির দ্বিতীয় অংশ সংশ্লিষ্ট কলেজ অধ্যক্ষদায়িপ্রাপ্ত শিক্ষকের তারিখসহ স্বাক্ষর ও সীল দিয়ে আবেদনকারীকে ফেরত দেয়া হবে। সংশ্লিষ্ট কলেজ যে সকল প্রাথমিক আবেদন ফরম অনলাইনে নিশ্চয়ন করবে সে সক্কল আবেদনকারী তাদের মােবাইল নম্বরে SMS এর মাধ্যমে তা জানতে পারবে। । আবেদন ফরম পূরণ সম্পর্কিত করণীয় যে সকল আবেদনকারী মেধা তালিকায় স্থান পাবে না অথবা মেধা তালিকায় ভর্তি হয়ে পরবর্তীতে ভর্তি বাতিল করবে বা মেধা তালিকায় স্থান পেয়েও বরাদ্দকৃত কোর্সে ভর্তি হবে না, সে সকল আবেদনকারী শূন্য আসন সাপেক্ষে পাঁচটি কলেজে আলাদাভাবে কোর্স পছন্দক্রম নির্ধারণ কল্পে রিলিজ স্লিপের জন্য আবেদন কলতে পারবে। কলেজ কর্তৃক যে সকল আবেদনকারী প্রাথমিক আবেদন নিশ্চয়ন করা হবে না, সে সকল আবেদনকারী রিলিজ স্লিপে আবেদন করতে পাল্পলে না।
৬। দ্বৈত ভর্তি বাতিল সম্পর্কিত জ্ঞাতব্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০১৮-২০১৯ বা ২০১৯-২০২০ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান), শতক (সম্মান) প্রফেশনাল ও পুণতক (পাস) নিয়মিত/প্রাইভেট কোর্সে ভর্তিকৃত কোন শিক্ষার্থীর রেজিস্ট্রেশন কার্ড ইস্যু হয়ে থাকলে সেই শিক্ষার্থী ২০২০-২০২১ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (পাস) কোর্সে ভর্তি হতে পাবে না। তবে পূর্ববর্তী শিক্ষাবর্ষের ভর্তি বাতিলপূর্বক ২০২০-২০২১ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (পাস) কোর্সে ভর্তি হতে পারবে।
কলেজ কর্তৃপক্ষের করণীয়
ক) জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক বরাদ্দকৃত User ID ও Password দিয়ে সংশ্লিষ্ট কলেজ তাদের ভর্তি কাৰ্গক্রম পরিচালনার জন্য Login করবে। প্রাথমিক আবেদন ফরম ও ভর্তি নিশ্চয়নের সময় Click to Generate the Security key অপশনে ক্লিক করলে সংশ্লিষ্ট কলেজ কর্তৃক প্রদত্ত মােবাইল নম্বরে SMS এর মাধ্যমে,কলেজের e-mail এর মাধ্যমে One Time Password (OTP) পাবে। এই OTP ব্যবহার করে সংশ্লিষ্ট কলেজ শিক্ষার্থীদের প্রাথমিক আবেদন ফরম ও চূড়ান্ত ভর্তি নিশ্চয়ন করাতে পারবে।
খ) কলেজ কর্তৃপক্ষকে প্রাথমিক আবেদন ফরম নিশ্চয়লের পূর্বে আবেদন ফরমে প্রদর্শিত আবেদনকাৰীৱ সকল তথ্য ও ছবি যাচাই করে নিতে হবে। কোন প্রাথমিক আবেদন ফরমে আবেদনকারীর তথ্য ৰা ছৰিৱ অসংগতি পাওয়া গেলে কলেজ কর্তৃক আবেদন ফরমটি নিশ্চয়ন না করে শিক্ষার্থীকে অনলাইনে আবেদন ফরমটি বাতিলপূর্বক নতুন করে আবেদন করার পরামর্শ নিতে হলে
গ) সংশ্লিষ্ট কলেজ আবেদনকাল্পীর কাছ থেকে প্রাথমিক আবেদন ফি বাবদ ২৫০/- (দুইশত পঞ্চাশ) টাকা জমা লেখাে প্রাথমিক আবেদন ফরম নিশ্চয়ন কৰে। কলেজ কর্তৃক প্রাথমিক আবেদন ফরম নিশ্চয়ন করা না হলে ঐ আবেদনকারীকে মেধা তালিকায় স্থান দেয়া হবে না।
রিলিজ স্লিপ আবেদন ফরম পূরণ সম্পর্কিত করণীয়
যে সকল আবেদনকারী মেধা তালিকায় স্থান পাবে না অথবা মেধা তালিকায় ভর্তি হয়ে পরবর্তীতে ভর্তি বাতিল করলে বা মেধা তালিকায় স্থান পেয়ে এ বরাদ্দকৃত কোর্সে ভর্তি হবে না, সে সকল আবেদনকাৰী শূন্য আসন সাপেক্ষে পাঁচটি কলেজে আলাদাভাবে কোর্স পছন্দক্রম নির্ধারণ ক্রমে রিলিজ শ্লিপের জন্য আবেদন করতে পারবে। কলেজ কর্তৃক যে সকল আবেদনকারীর প্রাথমিক আবেদন নিশ্চায়ন করা হবে না, সে সকল আবেদনকারী রিলিজ শ্লিপে আবেদন করাতে পাবে না।
৫। দ্বৈ ভুক্তি বাতিল সম্পর্কিন্তু কােন জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০১৮-১৯ বা ২০১৯-২০২০ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান)বা(সমমান) প্রফেশনাল ঐ স্নাতক (পাস) নিয়মিত প্রাইভেট কোর্সে ভর্তি কোন শিক্ষার্থীর রেজিস্ট্রেশন কার্ড ইস্যু হয়ে থাকলে সেই শিক্ষার্থী ২০২০-২০২১ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (পাস) কোর্সে ভর্তি হতে পাবে না। তবে পূর্ববর্তী শিক্ষাবর্ষের ভর্তি বাতিলপূর্বক ২০২০-২০২১ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (পাস) কোর্সে ভর্তি হতে পারবে।
জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক স্নাতক (পাস) ভর্তি কার্যক্রমে নির্ধারিত ফিসের হার প্রাথমিক আবেদন ফি
i) প্রাথমিক আবেদন ফি = ২৫০/- (দুইশত পঞ্চাশ) টাকা
জাভীয় বিশ্মবিদ্যালয়ের অংশ ১৫০/- (একশ পঞ্চাশ) টাকা ও কলেজের অংশ ১০০/-(একশত) টাকা
রেজিস্ট্রেশন ফি
i) শিক্ষার্থী প্রতি রেজিস্ট্রেশন ফি= ৪৫০(চারশত পঞ্চাশ) টাকা
i) শিক্ষার্থী প্রতি ক্রীড়া ও সংস্কৃতি ফি= ২০/- (বিশ) টাকা।
iii) শিক্ষার্থী প্রাক্ত বিএনসিসি ফি= ৫/- (পাচ) টাকা
iv) শিক্ষার্থী প্রতি জােভার স্কাউট ফি= ১o (দশ) টাকা মােট = ৪৮৫ (চারশত পচাশি) টাকা
v) শিক্ষার্থী প্রতি ভর্তি বাতিল ফি = ৭০০ /- (সাতশত) টাকা
vi) শিক্ষার্থী প্রতি ভর্তি পুনঃবহাল ছিন্ন = ৭০০/- (সাতশত) টাকা
*এই ভর্তি কার্যক্রমের যে কোন নিয়মাবলী/ধারা/ উপধারা সংশােধন, সংযােজন, বিয়ােজন, পরিবর্তন বা বাতিল করার অধিকার জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সংরক্ষণ করে।
ঘরে বসে নিচের কোর্সগুলো করে নিজের দক্ষতা বাড়িয়ে নিতে পারেন সাথে থাকছে টেন মিনিট স্কুলের সার্টিফিকেট ✔️
Primary Assistant Teachers' Recruitment Course
HSC 2022: English, Bangla, ICT
ডিজিটাল বই ঃ
সময়ের অভাবে কোর্স ও বই সম্পর্কে বিস্তারিত লিখতে পারলাম না। আপনারা একটু কষ্ট করে লিংকে গিয়ে কোর্স ও বইয়ের কোয়ালিটি ও ডিমো দেখে নিন।
চলুন ডিগ্রি নিয়ে একটি প্রশ্ন উত্তর দেখি
১। আমি ডিগ্রিতে ভর্তি হবার জন্য অনলাইনে আবেদন করেছিলাম,আমি ভর্তির জন্য সুযোগ ও পাইছি কিন্তু একটু সমস্যার জন্য সঠিক সময়ে ভর্তি হতে পারিনাই,,এখন কি কোন ভাবে ভর্তির সুযোগ আছে?
উত্তরঃ আমার জানা মতে এবছর আর সুযোগ নেই।
২। আমি 2017 সালে hsc পাশ করছি। 2021 সালে কি ডিগ্রি তে ভর্তি হতে পারব?
উত্তরঃ জাতীয় বিশ্ববিদ্যালয় ডিগ্রিতে ভর্তি হতে পারবেন না।তবে উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ডিগ্রিতে ভর্তি হতে পারবেন।
৩। ভাইয়া আপনি যদি বিএসসি ভতি হতেন তাহলে কি কি সাবজেক্ট Choice করতেন?
উত্তরঃ নিকটস্থ বিশ্বত বড় ভাই বা শিক্ষকের পরামর্শ নিয়ে চয়েজ দিতাম।
৪। আমি ২০১৬ সালে এসএসসি ২.৮৯ পাইছি ও২০২০ সালে এইচএসসি (অটো পাস) করেছি ১.৬৭ পাইলাম।আমি কী ডিগ্রিতে ভর্তি হতে পারব? আর আমার এখন কি ভাবের পড়াশোনা চলিয়ে নিয়ে গেলে ভালো হবে। আমার কোন বড় ভাই নেই। আপনার একটা সুন্দর পরামর্শ খুব দরকার আমার ভাইয়া?
উত্তর ঃ জি ভর্তি হতে পারবেন। আপনাকে নিয়মিত পড়াশোনা করতে হবে। এভাবে চিন্তা করবেন না যে, আজ থাক কাল ২ দিনের পড়া একদিনে শেষ করবো। বিগত বছরে আশা বোর্ড প্রশ্নগুলো বেশি করে পড়ুন। পাশাপাশি কম্পিউটার শিখে নিন। আর অবশ্যই নিয়মিত নামাজ পড়বেন
৫। আমার SSC ২০১০ রেগুলার। HSC ২০২০ প্রাইভেট।আমি কি ডিগ্রি করতে পারবো।কোথায় কিভাবে কোন কোর্সে ভর্তি হতে পারবো বিস্তারিত জানাবেন।
উত্তরঃ আপনি বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় অনার্স বা ডিগ্রীতে ভর্তি হতে পারবেন। বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এর সম্পর্কে জানতে তাদের ওয়েবসাইটে প্রবেশ করুন। নিচে লিংক দেওয়া হলো https://www.bou.edu.bd/
আরো বিস্তারিত আসছে.....
Labels: জাতীয় বিশ্ববিদ্যালয়
0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home